Al-haj Mawlana Mohammad Mostafa Kamal(Chairman)

Al-haj Mawlana Mohammad Mostafa Kamal

পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি
শিক্ষাই জাতির মেরুদন্ড, আজকের শিশু আগামী দিনের নাগরিক। জাতি গঠন ও উন্নয়নের মাধ্যম হলো সুশিক্ষা, আর শিক্ষা সম্পর্কিত বিষয়গুলো হলো শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাঙ্গন, শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষার পরিবেশ। তবে সর্বক্ষেত্রে একজন আদর্শ শিক্ষকই হচ্ছেন মূলচালিকা শক্তি। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে, আমাদের দেশের শিক্ষার প্রসার ঘটেছে, কিন্তু শিক্ষার মান ক্রমেই নি¤œগামী হচ্ছে, কারণ বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো জ্ঞান কেন্দ্রিক না হয়ে বরঞ্চ বাণিজ্য কেন্দ্রিক হচ্ছে, আর শিক্ষার্থীরা শিক্ষা নামের অমূল্য ধন থেকে শুধু বঞ্চিতই হচ্ছে না, প্রতারিতও হচ্ছে। যার ফলে সুশিক্ষিত আদর্শ নাগরিক তৈরিতে জাতি অনেক পিছিয়ে পড়েছে। শুধু তাই নয়, শিক্ষার্থীরা সুশিক্ষা থেকে প্রতারিত হয়ে ছাত্র সমাজের নৈতিক অবক্ষয়ের চরম বিকাশ ঘটেছে। এই বাস্তব সমস্যাগুলো সামনে রেখেই ছাবেরী ইন্টারন্যাশনাল স্কুল-এর অগ্রযাত্রা। শুধু পাশ করার জন্য পড়া নয়, জেনে শুনে আদর্শ ভিত্তিক এবং গঠনমূলক শিক্ষা গ্রহণ করে একজন সুশিক্ষিত সুনাগরিক হিসেবে জাতির সেবার জন্য আত্মপ্রকাশ করতে হবে। এজন্য একজন আদর্শ শিক্ষকের কোন বিকল্প নেই। আপনারা জানেন যে, ছাবেরী ইন্টারন্যাশনাল স্কুলটি এই এলাকায় দীর্ঘ ২৪ বছর ধরে সুনামের সাথে চলে আসছে। যার প্রতিষ্ঠাতা পরিচালক আমি নিজেই। দীর্ঘ ৪৩ বছর শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা কাজে লাগানোর আলোকেই এ প্রতিষ্ঠান। ছাবেরী ইন্টারন্যাশনাল স্কুলে আছে একদল কর্মচঞ্চল, দক্ষ আদর্শবান তরুণ শিক্ষক-শিক্ষিকা যাদের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতা দিতে পারে শিক্ষার্থীগণের সঠিক জ্ঞানের পথের সন্ধান। ধর্মীয় অনুপ্রেরণা ভিত্তিক, যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ ও ইংরেজি ভাষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ছাত্রছাত্রীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দৃঢ় সংকল্প নিয়ে এ প্রতিষ্ঠান। আমার ছাত্র-ছাত্রীদের জন্য আমি এলাকাবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করছি ।