• Prize Giving Ceremony at NSTM

    Prize Giving Ceremony at NSTM

  • School Gate

    School Gate

  • Bangabandhu Museum

    Bangabandhu Museum

  • National Science and Technology Museum

    National Science and Technology Museum

  • International Mother Language day

    International Mother Language day

Message Corner
  • Al-haj Mawlana Mohammad Mostafa Kamal

    Al-haj Mawlana Mohammad Mostafa Kamal

    Chairman

Welcome to Saberi International School

আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি

শিক্ষাই জাতির মেরুদন্ড, আজকের শিশু আগামী দিনের নাগরিক। জাতি গঠন ও উন্নয়নের মাধ্যম হলো সুশিক্ষা, আর শিক্ষা সম্পর্কিত বিষয়গুলো হলো শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাঙ্গন, শিক্ষা ব্যবস্থাপনা ও শিক্ষার পরিবেশ। তবে সর্বক্ষেত্রে একজন আদর্শ শিক্ষকই হচ্ছেন মূলচালিকা শক্তি। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে, আমাদের দেশের শিক্ষার প্রসার ঘটেছে, কিন্তু শিক্ষার মান ক্রমেই নিম্নগামী হচ্ছে, কারণ বেশির ভাগ ক্ষেত্রেই দেথা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো জ্ঞান কেন্দ্রিক না হয়ে বরঞ্চ বাণিজ্য কেন্দ্রিক হচ্ছে, আর শিক্ষার্থীরা শিক্ষা নামের অমূল্য ধন থেকে শুধু বঞ্চিতই হচ্ছে না, প্রতারিতও হচ্ছে। যার ফলে সুশিক্ষিত আদর্শ নাগরিক তৈরিতে জাতি অনেক পিছিয়ে পড়েছে। শুধু তাই নয়, শিক্ষার্থীরা সুশিক্ষা থেকে প্রতারিত হয়ে ছাত্র সমাজের নৈতিক অবক্ষয়ের চরম বিকাশ ঘটেছে।এই বাস্তব সমস্যাগুলো সামনে রেখেই ছাবেরী ইন্টারন্যাশনাল স্কুল-এর অগ্রযাত্রা। শুধু পাশ করার জন্য পড়া নয়, জেনে শুনে আদশ ভিত্তিক এবং গঠনমূলক শিক্ষা গ্রহণ করে একজন সুশিক্ষিত সুনাগরিক হিসেবে জাতির সেবার জন্য আত্মপ্রকাশ করতে হবে।এজন্য একজন আদর্শ শিক্ষকের কোনো বিকল্প নেই। আপনারা জানেন যে, ছাবেরী ইন্টারন্যাশনাল স্কুলটি এই এলাকায় দীর্ঘ ২৫ বছর ধরে সুনামের সাথে চলে আসছে। যার প্রতিষ্ঠাতা পরিচালক আমি নিজেই। দীর্ঘ ৪৪ বছর শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা কাজে লাগানোর আলোকেই এ প্রতিষ্ঠান। ছাবেরী ইন্টারন্যাশনাল স্কুলে আছে একদল কর্মচঞ্চল, দক্ষ আদর্শবান তরুণ শিক্ষক-শিক্ষিকা। যাদের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতা দিতে পারে শিক্ষার্থীকে সঠিক পথের সন্ধান।ধর্মীয় অনুপ্রেরণা ভিত্তিক, যুগের সাথে সামঞ্জনস্যপূর্ণ ও ইংরেজি ভাষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ছাত্র-ছাত্রীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দৃঢ় সংকল্প নিয়ে এ প্রতিষ্ঠান।এ আমার ছাত্র-ছাত্রীদের জন্য আমি এলাকাবাসীর কাঝে আন্তরিকভাবে দোয়া কামনা করছি।   

Read More
Why Should you Choose Saberi International School ?

ছাবেরী ইন্টারন্যাশনাল স্কুল নিজস্ব কতকগুলো ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যগুলোর কারনেই মূলত এই স্কুলে আগত ছাত্র-ছাত্রীরা ধাপে ধাপে নিজেদের উন্নয়ন ঘটাতে পারে
নিম্নে বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করা হল :

* বিষয়ভিত্তিক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রীধারী শিক্ষক/শিক্ষিকা কর্তৃক পাঠদান।
* সম্পূর্ণ নিরপেক্ষ নিয়োগপরীক্ষার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে শিক্ষক/শিক্ষিকা নিয়োগ দান।
* গণিত ও ইংরেজি বিষয়ে সাধারণ ক্লাস ছাড়াও অতিরিক্ত ক্লাস এর ব্যবস্থা।
* নিয়মিত শ্রেণিকক্ষে পাঠ্যবিষয় বুঝিয়ে দিয়ে পড়া দেয়া এবং পরের দিন পড়া আদায় করা।
* দৈনিকপাঠ না শিখলে সংশোধনী ক্লাসের মাধ্যমে পড়া শেখানোর ব্যবস্থা।
* সকল শাখায় ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩০-৩৫ জনের মধ্যে সীমিত।
* জুনিয়রওয়ান ও প্রথম শ্রেণিতে সার্বক্ষণিক দু’জন শিক্ষকের ব্যবস্থা।
* নিয়মিত ডায়েরি সংরক্ষণ এবং দৈনিক পাঠ মূল্যায়নের ভিত্তিতে ডায়েরি মার্কস এর ব্যবস্থা।
* কম্পিউটার শিক্ষার সুব্যবস্থা।
* আরবি ও ধর্মীয় নিয়ম-নীতির ব্যবহারিক শিক্ষার ব্যবস্থা।
* চিত্রাঙ্কনের বিশেষ ব্যবস্থা।
* শিক্ষার্থীদেরকে শৃঙ্খলাবদ্ধ ও স্বনির্ভর করে গড়ে তোলার ব্যবস্থা।
* আধুনিক স্বাস্থ্যসম্মত শ্রেণিকক্ষ।
* সু-সজ্জিত বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব।
* ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে যোগ্যতা ও মেধার প্রাধান্য দেয়া।
* ছাত্র-ছাত্রীর শ্রেণি অনুসারে উপযুক্ত বয়সের প্রতি সর্বাধিক গুরুত্বারোপ।
* ছাত্র-ছাত্রীদের লেখাপড়া সম্পর্কিত যেকোন ধরনের সমস্যা ও পরামর্শ সরাসরি ব্যক্তিগতভাবে কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করার সুযোগ।
* যেকোন ধরনের শারীরিক ও মানসিক শাস্তি প্রদান সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
* অনুত্তীর্ণ শিক্ষার্থীদের আগের ক্লাসে রেখে যথাযথ যত্নের ব্যবস্থা।
* সুনিয়ন্ত্রিত শৃংখলাপদ্ধতি ও কঠোর নিরাপত্তাব্যবস্থা।

Our Teachers